ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

রাজবাড়ীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

কালের সমাজ ডেস্ক | মার্চ ২৭, ২০২৫, ০২:২০ পিএম রাজবাড়ীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

"এসো ঈদে হাসি ফুটুক সকল শিশুর মুখে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১ টায় অফিসার্স ক্লাবে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) এর উদ্যোগে জেলার ৮০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এই ঈদ বাস্ত্র বিতরণ করা হয়।

এনসিটিএফ এর জেলা ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ার সাদমান সাকিব রাফির সঞ্চালনায় ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বক্তব্য রাখেন। এসময় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান, এনসিটিএফ এর পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক নাসিম শফি বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনসিটিএফ এর জেলা ইউথ মেন্টর সাদিয়া জামান।

এসময় জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর নাহিদ আহমেদ, এনসিটিএফ এর সাধারণ সম্পাদক তাকিয়া হোসাইন, জেলা ইউথ মেন্টর সাফায়েত হোসেন, এনসিটিএফ এর সদস্য ও সুবিধাবঞ্চিত শিশুরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, এনসিটিএফ যে উদ্যোগ নিয়েছে এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর কয়েকদিন বাদেই ঈদ। ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে হাসি ফোটানোর জন্য তারা আজ ঈদ বস্ত্র বিতরণ করেছে। তাদের এই ভালো কাজের সাথে আমরা জেলা প্রশাসন সব সময় আছি।

 

কালের সমাজ//এ.জে

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!