ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

সাভারে ছিনতাইকারী ও চোর চক্রের ২ জনকে আটক করেছে পুলিশ

হেলাল শেখ এপ্রিল ১৩, ২০২৫, ০২:০৮ পিএম সাভারে ছিনতাইকারী ও চোর চক্রের ২ জনকে আটক করেছে পুলিশ

ঢাকার সাভারের পৌরসভা ও ভাকুর্তা ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাই ও চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

রোববার (১৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

গ্রেফতার হওয়া দুই আসামি হলেন আবু বকর সোহাগ (২২) ও ইয়াছিন ওরফে বুলেট (১৯)।  

পুলিশ জানায়, ছবি তোলার কথা বলে ভাকুর্তা ইউনিয়নের ছোলাই মার্কেট এলাকার একটি স্টুডিওতে প্রবেশ করে আবু বকর সোহাগ ও তার দুই সহযোগী। তারা স্টুডিও মালিক মোঃ দিদারকে চাকু দেখিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে চাকুর আঘাতে আহত হন দিদার। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সুইস গিয়ার চাকুসহ সোহাগকে গ্রেফতার করে।

অন্যদিকে, সাভার পৌরসভার কর্ণপাড়া এলাকার রয়েল সিটি হাউজিংয়ে অবস্থিত ‘এনআর ফ্যাশন অ্যান্ড এক্সেসরিজ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। চোর চক্র ভেন্টিলেটরের ফ্যান খুলে ভিতরে ঢুকে ল্যাপটপ, মনিটর, সিপিইউ, টিভি ও এসির পিতলের পাইপ চুরি করে নিয়ে যায়। মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াছিন ওরফে বুলেটকে গ্রেফতার করে এবং চুরি যাওয়া মালামালও উদ্ধার করে।

 

কালের সমাজ// এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!