নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার তাজপুর গ্রামে এক অসহায় অটো রিকশা চালকের বাড়ির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ইউসুফ খন্দকারের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী মোমেন মিয়া জানান, তিনি ও তার ভাই আড়াআড়িভাবে জমি ভাগ করে বহু বছর ধরে সেখানে বসবাস করছেন এবং ক্রয়সূত্রে ভোগদখলে আছেন। সম্প্রতি নিজের বসতবাড়িতে একটি সেমিপাকা ঘর নির্মাণ করতে গেলে ইউসুফ খন্দকারের লোকজন নির্মাণে বাধা দেন এবং ঘরের সামনে থেকে পাকা রাস্তা পর্যন্ত একটি সংযোগ রাস্তা রাখার জন্য চাপ দেন।
পরে ইউসুফ খন্দকার ওই জায়গার ওপর দিয়ে রাস্তা নির্মাণের জন্য তোড়জোড় শুরু করেন এবং উপজেলা ভূমি অফিস ও পৌরসভায় যোগাযোগ করেন বলে জানা গেছে।
মোমেন মিয়া বলেন, “আমি গরিব অটোচালক, আমাদের মাথা গোঁজার জায়গাটুকুই একমাত্র সম্বল। অথচ প্রভাবশালীদের বিরুদ্ধে আমরা কিছুই করতে পারছি না। বিষয়টি নিয়ে আমি সোনারগাঁ থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভায় লিখিত অভিযোগ দিয়েছি।”
এ বিষয়ে ইউসুফ খন্দকারের বক্তব্য নেওয়ার জন্য তার বাড়িতে গেলে পরিবারের সদস্যরা জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন এবং তার মোবাইল নম্বর দিতে তারা অপারগতা প্রকাশ করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বিষয়টি দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন।
কালের সমাজ//সো.না .প্র//এ.জে
আপনার মতামত লিখুন :