কয়রায় দুর্যোগের সচেতনতামুলক মাঠ মহড়ায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুপুর গোড়াতেই দলবেঁধে মানুষ ছুটেচলছিল মহড়া দেখতে। পুরো মাঠটি যেন মানুষের উপস্থিতিতে ঢেকে যাই। এমন একটি সচেতনতা কার্যক্রমের আয়োজন করে জেজেএসের প্রস্তুুতি প্রকল্প। এটির সার্বিক সহযোগিতা করেন জাপানের শাপড়ানীল।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকাল ৩ টায় উপজেলার গড়িয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। মাঠ মহড়ায় দুর্যোগে আগাম প্রস্তুুতি, দুর্যোগ কালিন করনীয় ও দুর্যোগের পরবর্তিতে করনীয় দিকগুলো প্রত্যক্ষভাবে উপলব্ধি করে উপস্থিত দর্শকবৃন্দ। তবে এবারের অনুষ্ঠানটি ছিল ব্যাতিক্রম। এই মাঠ মহড়ায় অভিনয়ে সরাসরী স্থানীয় কমিউনিটির লোকজন অংশ গ্রহন করেন।
মাঠ মহড়ার পুর্বে এ উপলক্ষে আলোচনায় বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির, জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের সহযোগি প্রকল্প সমন্বয়কারী নাজমুল হুদা, শাপলানীড়ের আনিসুজ্জামান, জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার অশোক কুমার রায়, এপিও এস এম এ মজিদ, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, নাজমুছ সাদাত, মাসুম বিল্লাহ, মুর্শিদা আক্তার, শিক্ষক সুকুমার থান্দার, দুখিরাম মন্ডল,স্থানীয় ক্লাব প্রতিনিধি আবুল বাশার, মিজানুর রহমান লিটন, মোল্যা মনিরুজ্জামান, স্বেচ্ছাসেবী সংগঠনের আশিকুজ্জামান আশিক, মনি লস্কর, সিপিপি সদস্য সাইফুল ইসলাম, রেহেনা পারভীন প্রমুখ।
কালের সমাজ//ক.খু.প্র//এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :