ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সোনাগাঁও পৌর রাস্তা রক্ষায় ভারী যানবাহন বন্ধের দাবিতে মানববন্ধন

কালের সমাজ | সোনারগাঁও নারায়ণগঞ্জ প্রতিনিধি মে ৮, ২০২৫, ০৬:২০ পিএম সোনাগাঁও পৌর রাস্তা রক্ষায় ভারী যানবাহন  বন্ধের দাবিতে মানববন্ধন

সোনারগাঁও পৌর এলাকায় শিল্প প্রতিষ্ঠানের ভারী যানবাহন চলাচলের কারণে বিদ্যুতিক তার বিচ্ছিন্নসহ ব্রীজ কালবাট ও রাস্তাঘাটের ক্ষতি করার প্রতিবাদে।


বৃহস্পতিবার (৮ই মে) দুপুরে সোনারগাঁও পৌরসভার উদ্ববগঞ্জ বটতলা বাজারের সামনে সোনারগাঁও পৌরসভার রাস্তা রক্ষা ও ভারী যানবাহন চলাচল না করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করা হয়। সোনারগাঁও পৌরসভার পাশের দুটি ইউনিয়নে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য শিল্প কারখানা।

 

প্রতিনিয়তই শিল্প প্রতিষ্ঠানের ভারী যানবাহন চলাচল করার কারণে পৌরসভার বিভিন্ন রাস্তা ব্যাপক ক্ষয় ক্ষতি হচ্ছে, বিশেষ করে একদিকে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে থাকে সে সাথে শিল্প প্রতিষ্ঠানের ভারী যানবাহনের চলাচলের কারণে সাধারণ পথচারীদের ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ বিষয়ে সোনারগাঁও পৌরসভার সচিব মাশরেকুল আলম এর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন সোনারগাঁও পৌরসভার বাহিরে অবস্থিত বেশ কিছু কোম্পানির ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তাগুলো বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে এবং চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়ে। রাস্তা দিয়ে ওভারলোড ও ভারী যানবাহন যেন না চলাফেরা করে সেজন্য আমরা উদ্যোগ নিয়েছি। 
 

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা রহমান রহমান বলেন, স্থানীয় পৌরসভার বাসিন্দারা তার কাছে অভিযোগ করেন বেশ কয়েকবার কোম্পানির বড় বড় গাড়িগুলা বৈদ্যুতিক তার ছিড়ে ফেলে সেই সাথে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হচ্ছে, এ বিষয়ে আমরা বেশ কয়েকটা পদক্ষেপ নিলেও কোম্পানির গাড়িগুলো নিয়ম-নীতির তোয়াক্কা না করে তাদের মন মত   ভাবে ভারী যানবাহন চালাচ্ছে।

 

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা জানান, সড়কটি বেশ গুরুত্বপূর্ণ একটি যোগাযোগের মাধ্যম। এ সড়ক দিয়ে প্রতিদিন প্রায় কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করে। মূলত সড়কটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক টিপরদী কাছাকাছি হওয়ায়  আশপাশের বেশ কয়েটি শিল্প প্রতিষ্ঠানের ভারী যানবাহন ট্রাক, কভার ভ্যান, লরী প্রতিনিয়ত চলার ফলে আমাদের কষ্টের অর্জিত টাকা পৌরসভার ট্যাক্স দেই, আর সে ট্যাক্সে হয় পৌরসভার উন্নয়ন,কিন্তু দুর্ভাগ্য কয়েকটা বড় বড় শিল্প প্রতিষ্ঠানের ভারী যানবাহন চলার ফলে নষ্ট হচ্ছে আমাদের সম্পদ, তাই কোম্পানির সকল ভারী যানবাহন যেন পৌরসভার কোন রাস্তা ব্যবহার না করতে পারে তাই এই মানববন্ধনের আয়োজন করা হয়।

 

কালের সমাজ/স.প./সাএ

 

 

Side banner