ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

নদীপথে ৬২ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন

কালের সমাজ | এম রফিক, সাতক্ষীরা প্রতিনিধি মে ১০, ২০২৫, ০৪:৩৮ পিএম নদীপথে ৬২ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন

সুন্দরবনের নদীপথ দিয়ে ৬০-৬২ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে।

 

শুক্রবার (৯ মে) বিকেল ৩টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সীমান্তবর্তী মান্দারবাড়ীয়া এলাকার নদীপথ দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয় বলে জানিয়েছে বনবিভাগ।

 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী এবিএম হাবিবুল ইসলাম বলেন, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ীয়া এলাকায় অনুপ্রবেশ করা ৬০-৬২ জন ভারতীয় নাগরিককে মান্দারবাড়ীয়া টহল ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে। আরো কিছু সংখ্যক ভারতীয় নাগরিককে বিএসএফ বনের ভিতর রেখে গেছে।

 

এবিএম হাবিবুল ইসলাম বলেন, বিজিবি ও কোস্টগার্ডকে অনুপ্রবেশকারীদের বিষয়ে জানানো হয়েছে। পরবর্তীতে পদক্ষেপ তারা নেবেন। তবে এ ব্যাপারে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, কোস্টগার্ডের কৈখালী স্টেশন সূত্রে জানা যায়, তারা এ বিষয়ে বন বিভাগের মাধ্যম দিয়ে খবর পেয়েছেন।

 

কালের সমাজ/ সা.প./সাএ

 

 

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!