ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫৯ জন আটক

কালের সমাজ ডেস্ক | মে ১৪, ২০২৫, ১২:২৭ পিএম ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫৯ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৫৯ জনকে আটক করেছে বিজিবি। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
 

বিজিবি জানায়, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী অবৈধ ভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়।
 

সেসময় শ্যামকুড় গ্রামের মাঝিপাড়া থেকে ২০ জন, খোশালপুর সীমান্তের বাঘাডাঙ্গা গ্রাম থেকে ১৩ জন, বেনীপুর সীমান্তের পিপুলবাড়িয়া গ্রাম থেকে ১৪ জন, বাঘাডাঙ্গা বিওপির হুদাপাড়া গ্রাম থেকে ৫ জন ও লড়াইঘাট বিওপির শ্যামকুড় গ্রাম থেকে ৭ জনকে আটক করা হয়। আটককৃতরা নড়াইল, সুনামগঞ্জ, যশোর ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

 

কালের সমাজ/হা.প./সাএ

 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!