ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

"কয়রায় সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষক নিহত, জানাজায় জনস্রোত"

কালের সমাজ কয়রা খুলনা প্রতিনিধি মে ১৮, ২০২৫, ০৩:২২ পিএম

খুলনার ডুমুরিয়ায় ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে নিহত হাফেজ মইনুল ইসলামসহ তিন জনের মৃত্যুতে গোটা কয়রা উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া। শনিবার (১৭ মে) সন্ধ্যায় হাজারো মানুষ অংশ নেন হাফেজ মইনুলের জানাজার নামাজে। মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা। পরে তাকে ২ নম্বর কয়রা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

বকেয়া সম্মানির দাবিতে খুলনা যাচ্ছিলেন শিক্ষকরা ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক মক্তবের শিক্ষকরা পাঁচ মাস ধরে সম্মানিভাতা না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছিলেন। এরই মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ওই বকেয়া সম্মানিভাতা আর পরিশোধ করা হবে না। এমন খবরে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষকরা এবং দেশজুড়ে কর্মসূচির ঘোষণা দেন। এর অংশ হিসেবে শনিবার খুলনায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে অংশ নিতে কয়রা উপজেলা থেকে ছয় জন শিক্ষক মাহেন্দ্রযোগে রওনা দেন।


পথিমধ্যে সকাল সাড়ে ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার গোলনা রাহাবাড়ি এলাকায় একটি তেলবাহী ট্যাংকলরি (যশোর-ঢ ৪১-০০০৪) বিপরীত দিক থেকে এসে মাহেন্দ্রটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাহেন্দ্র চালকসহ তিনজন। দুর্ঘটনায় আহত হন আরও চারজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

 

নিহতরা হলেন:

হাফেজ মইনুল ইসলাম (৩৬), পেশ ইমাম, হজরত আবু বক্কর (রা.) জামে মসজিদ, কয়রা সদর; পিতা মতিয়ার রহমান।

মাওলানা আব্দুর রশিদ সানা (৫০), সাধারণ কেয়ারটেকার, ইসলামিক ফাউন্ডেশন; কুশোডাঙ্গা গ্রাম, বাগালী ইউনিয়ন।

রফিকুল ইসলাম (৪৫), মাহেন্দ্র চালক; ভান্ডারপোল গ্রাম, আমাদী ইউনিয়ন।

 

আহতরা হলেন:

ইউনুছ আলী (৪৫), ইমাম, হোগলা বাজার জামে মসজিদ।

মইনুল ইসলাম (৪৪), ইমাম, বাবুরাবাদ জামে মসজিদ, মহেশ্বরীপুর ইউনিয়ন।

হাফেজ মনিরুল ইসলাম (৩৭), কেয়ারটেকার, ইসলামিক ফাউন্ডেশন, মহারাজপুর ও কয়রা সদর।

আব্দুস ছাত্তার (৪৫), শিক্ষক, খেজুরবাগ নূরানী মক্তব।


খবরে কয়রা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। হাফেজ মইনুল ইসলামের সুললিত কণ্ঠের তেলাওয়াত শ্রোতাদের মনে আজও গেঁথে রয়েছে— এমন মন্তব্য করছেন মসজিদের মুসল্লিরা। ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ও কর্মীরা বলছেন, বকেয়া সম্মানির দাবিতে আন্দোলনের পথে নেমে এই ট্র্যাজেডি তারা মেনে নিতে পারছেন না।

 

খর্ণিয়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই শিমুল মণ্ডল জানান, ঘটনাস্থলে গিয়ে একটি তেলবাহী ট্যাংকলরি ও দুমড়ে-মুচড়ে যাওয়া মাহেন্দ্র রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে একজনের মৃতদেহ পাওয়া যায় এবং বাকিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

কালের সমাজ/ লি./ সাএ

 

 

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!