ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

সরিষাবাড়ীতে বিএনপি নেতার গুদাম থেকে ভিজিডি’র ১০৪ বস্তা চাল উদ্ধার

কালের সমাজ ডেস্ক | মে ২১, ২০২৫, ০৪:৩৬ পিএম সরিষাবাড়ীতে বিএনপি নেতার গুদাম থেকে ভিজিডি’র ১০৪ বস্তা চাল উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি নেতা আলী হোসেনের গুদাম থেকে ১০৪ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় মঙ্গলবার (২০ মে) রাতে অবৈধ মজুতকারী ও কালোবাজারির অভিযোগ এনে একটি মামলা করা হয়েছে।


সোমবার (১৯ মে) রাত ১১ টার দিকে সরিষাবাড়ী অস্থায়ী আর্মি ক্যাম্প ২৬ বীর ইউনিটের লেফটেন্যান্ট শাহারিয়া তালুকদার রিফাত এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরিষাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এর উপস্থিতিতে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম সহ পুলিশ ও যৌথবাহিনী সদস্যরা আলী হোসেন এর গোডাউন থেকে অবৈধভাবে মজুত করা ১০৪ বস্তা ৫০ কেজি করে ৫২০০ কেজি চাউল জব্দ করা হয়।

 

অভিযান পরিচালনার সময় কাউকে আটক করতে পারেনি যৌথ বাহিনী। পরে জব্দকৃত চাল সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এর নির্দেশে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম এর নিকট হস্তান্তর করা হয়।

 

এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ১০৪ বস্তা চাল জব্দ করে এনে পুলিশ তদন্ত কেন্দ্রে মজুত করা হয়েছে।

 

কালের সমাজ/ ক.আ./সাএ

 

 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!