ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

শেরপুরে আন্তর্জাতিক ফিস্টুলা দিবস পালিত

কালের সমাজ | সাফিজল হক তানভীর, শেরপুর প্রতিনিধি মে ২২, ২০২৫, ০১:৫৮ পিএম শেরপুরে আন্তর্জাতিক ফিস্টুলা দিবস পালিত

"ফিস্টুলায় আক্রান্ত নারীর স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করি, প্রসবজনিত ফিস্টুলা মুক্ত দেশ গড়ি" — এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২২ মে) শেরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয় র‍্যালি ও আলোচনা সভা।

সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু দাম, জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. জান্নাতুল ফেরদৌস সাথী, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আহসানউল হাবিব, ইউএনএফপিএ-এর কো-অর্ডিনেটর ডা. সপ্তর্ষি সাহা সামা এবং সিআইপিআরবি’র জেলা সমন্বয়ক শারমিনা পারভীন ও সুমন দাশ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রসবজনিত ফিস্টুলা একটি জটিল ও স্পর্শকাতর নারীর স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে দেশকে ফিস্টুলামুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। এ লক্ষ্যে ‘ফিস্টুলা নির্মূল কার্যক্রম ২০৩০’ বাস্তবায়ন করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, যাতে সহযোগিতা করছে ইউএনএফপিএ ও সিআইপিআরবি।

বক্তারা জানান, বর্তমানে বিশ্বে প্রায় ১০ লাখ নারী প্রসবজনিত ফিস্টুলায় ভুগছেন। বাংলাদেশে এই সংখ্যা প্রায় ২০ হাজার, এবং প্রতিবছর নতুন করে প্রায় ২ হাজার নারী এই রোগে আক্রান্ত হন।

শেরপুর জেলার পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, চলতি বছর জানুয়ারি থেকে ২২ মে পর্যন্ত জেলায় ৮ জন ফিস্টুলা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৫ জনকে রেফার করা হয়েছে এবং ২ জনকে জাতীয় ফিস্টুলা সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়া ৫ জন নারীকে পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়েছে।

সভায় জানানো হয়, ২০২৫ সালের মধ্যে জেলার নালিতাবাড়ী উপজেলাকে ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়ার লক্ষ্যে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা একযোগে কাজ করছেন।

বক্তারা আরও বলেন, ফিস্টুলা প্রতিরোধে নিরাপদ প্রসব নিশ্চিত করা, বাল্যবিবাহ রোধ এবং অপ্রাপ্তবয়স্ক বয়সে গর্ভধারণ নিরুৎসাহিত করতে ব্যাপক জনসচেতনতা তৈরি জরুরি।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!