সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার আংশিক অংশ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে শায়খ ড. আব্দুস সামাদ–এর নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে দলীয় দায়িত্বশীলদের এক সমাবেশে এই প্রার্থী ঘোষণা দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
ঘোষিত প্রার্থী ড. আব্দুস সামাদ ইসলামি ব্যাংকের সদস্য সচিব এবং ঢাকা বাদশা ফয়সাল ইনস্টিটিউটের জামে মসজিদের খতিব। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা অঞ্চলে জনপ্রিয় নেতারূপে পরিচিত।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা শাহীনূর আলম, রায়গঞ্জ উপজেলা আমির মাওলানা আলী মুর্তজা, তাড়াশ উপজেলা আমির মাওলানা ছাকলাইন হোসেন, এবং সলঙ্গা থানা আমির রাশিদুল ইসলাম সহিদ প্রমুখ।
বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায় ও কল্যাণের রাজনীতি প্রতিষ্ঠায় জামায়াত সবসময় অঙ্গীকারবদ্ধ। আসন্ন নির্বাচনে ড. আব্দুস সামাদকে বিজয়ী করার আহ্বান জানানো হয় সভায়।
কালের সমাজ//এসং//র.ন
আপনার মতামত লিখুন :