ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

বগুড়ার করতোয়া নদীতে ভেসে উঠলো অজ্ঞাত যুবকের লাশ

কালের সমাজ ডেস্ক | জুন ২১, ২০২৫, ০৬:০১ পিএম বগুড়ার করতোয়া নদীতে ভেসে উঠলো অজ্ঞাত যুবকের লাশ

বগুড়ার শাজাহানপুর উপজেলার করতোয়া নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
 

শনিবার (২১ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার বেজোড়া এলাকার করতোয়া শাখা নদী থেকে স্থানীয়দের খবরে লাশটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, লাশটি কোনো মানসিক ভারসাম্যহীন যুবক বা তরুণের হতে পারে।


শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা নদীতে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। লাশটি পচে ফুলে যাওয়ায় তার চেহেরা শনাক্ত করা যায়নি ও শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা তা তাৎক্ষণিকভাবে বোঝা যাচ্ছে না। এ ছাড়া বয়সও অনুমান করা কষ্টকর। তবে মনে হচ্ছে বয়স ২০-২৫ বছর হবে।
 

ওসি শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করছেন, মৃত যুবক একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হতে পারে। লাশের ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে আরও বলা হয় নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
 

 

কালের সমাজ/ মা. আ./ সাএ

 

 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!