বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবির পক্ষে ফরিদপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন জেলার স্বাস্থ্য সহকারীরা।
ফরিদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ সুলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক কর্মকর্তা শামীম আজাদ, অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. আসাদ, স্বাস্থ্য সহকারী মুজিবুর রহমান, মিরাজুল ইসলাম, তৈয়বুর রহমান, সালমা শরীফ ও জামাল উদ্দিন খান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সহকারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। বেতন বৈষম্য, গ্রেড, নিয়োগবিধি ও পদোন্নতি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে ৬ দফা দাবি তুলে ধরা হয়েছে। দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি জেলায় ধারাবাহিকভাবে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। দাবি মানা না হলে আগামী ১২ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং পরবর্তীতে শাটডাউন কর্মসূচিরও হুঁশিয়ারি দেন নেতারা।
হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ৬ দফা দাবিগুলো হলো—
১. স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন
২. শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক বা সমমানের ডিগ্রি সংযুক্ত করা
৩. স্বাস্থ্য সহকারীদের ১৪তম ও আইডিদের ১২তম গ্রেড প্রদান
৪. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ
৫. স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল মর্যাদা প্রদান
৬. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান
বক্তারা এসব দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
কালের সমাজ/ ফ. প./ সাএ
আপনার মতামত লিখুন :