ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

শ্রীপুরে গাঁজা-অস্ত্রসহ বিপ্লব সাধু আটক

কালের সমাজ ডেস্ক | আগস্ট ২০, ২০২৫, ১১:৪০ এএম শ্রীপুরে গাঁজা-অস্ত্রসহ বিপ্লব সাধু আটক

গাজীপুরের শ্রীপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী বিপ্লব সাধুুকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (২০ আগস্ট) রাত তিনটার দিকে কাওরাইদ বাজারের নিজ বাড়ী থেকে তাকে আটক করে।

 

বিপ্লব সাধুু (৫৫) উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ গ্রামের মৃত নারায়ন পাগলার ছেলে। রাতেই যৌথ বাহিনী তাকে শ্রীপুর থানায় সোপর্দ করেছে।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতে যৌথ বাহিনী বিপ্লব সাধুুর উপজেলার কাওরাইদের নিজ বাড়ীতে অভিযার চালায়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার ঘরের সিলিংয়ের উপর থেকে তিনটি বান্ডিলে পলিথিনে এবং স্কচটেপে মোড়ানো অবস্থায় সাড়ে ৪ কেজি গাঁজা উদ্দার করে। যৌথ বাহিনী তার ঘর তল্লাশী করে দেশীয় অস্ত্র উদ্ধার করে। বিপ্লব সাধুু দীর্ঘদিন যাবত ওই এলাকায় গাঁজার ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র সংক্রান্ত মামলা রয়েছে। 

এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

 

কালের সমাজ/কা.আ/ সা এ

 

Side banner
Link copied!