ঢাকা শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

আশুলিয়ায় অপহরণকালে অস্ত্রসহ আটক ৪

কালের সমাজ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) আগস্ট ৩০, ২০২৫, ১১:০৮ এএম আশুলিয়ায় অপহরণকালে অস্ত্রসহ আটক ৪

ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তায় রুপয়ন মার্কেটের সামনে থেকে তিনজনকে আটক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।

গতকাল দিবাগত রাত ১০ টার দিকে এক দম্পতিকে উত্যক্ত করে কিশোর গ্যাং সন্ত্রাসীরা। পরে ঘটনাস্হল থেকে তুলে নিয়ে অপহরণ করে মুক্তিপণ দাবি করে তারা।

এলাকাবাসীর মাধ্যমে মব সন্ত্রাসের তথ্য পেয়ে জামগড়া আর্মি ক্যাম্প  তাৎক্ষণিকভাবে যৌথ টহল পুলিশসহ ঘটনাস্থলে যায় এবং তিনজন কিশোর গ্যাং সন্ত্রাসীকে আটক করেন বলে সেনাবাহিনী জানান। পরে আটককৃতদের দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে অপহরণ হওয়া দম্পতিকে উদ্ধারে জামগড়া চৌরাস্তায় শরীফ চৌধুরী নামক ব্যক্তির বাসায় গমন করে যৌথবাহিনী ও টহল পুলিশ, তার বাসায় অভিযান চালিয়ে,  নিষিদ্ধ দেশিও অস্ত্র, চাইনিজ কুড়াল, স্টান গান, ৪টি সুইস নাইফ, ৭টি মেসেটে ও জাল টাকা, অনৈতিক কর্মকান্ডের দেহ ব্যবসার আলামতসহ ওয়াকি টকি সেট ইত্যাদি পাওয়া যায় বলে সেনাবাহিনী ও পুলিশ জানায়।

আটককৃত ব্যক্তিরা হলো-১। রবিউল মুন্সি (৩৩),
পিতা- আব্দুল রাজ্জাক
ঠিকানা-বাগমারা, রূপসা, খুলনা। ২। নাসির শেখ (২১), পিতা- আব্দুল শেখ ঠিকানা-মধ্যপাড়া, গোপালপুর, টাংগাইল। ৩। শ্রী শুভ কুমার, পিতা- শ্রী মানিক 
ঠিকানা- ঘোষাই বাড়ি, ধনুট, বগুড়া। ৪। মো. জনি (২০)
পিতা- হোসেন শহীদ,
ঠিকানা- ওলিপুর, ঘাটাইল, টাংগাইল।

পরবর্তীতে অপরাধীদের থানায় হস্তান্তর ও উদ্ধারকৃত অস্ত্র সরঞ্জাম সমূহ পুলিশ জব্দ করেন। উক্ত দম্পতিকে সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে বলে জানা যায় কিন্তু এ বিষয়ে সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। পুলিশ এখনো এই ঘটনার বিস্তারিত তদন্ত করছে। অভিযান অব্যাহত আছে বলে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান

 

কালের সমাজ/ হে.শে./সাএ

 

Side banner
Link copied!