ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

সোনারগাঁয়ে রাকিব হত্যা মামলার প্রধান আসামি সুটার মাসুদ র‍্যাব-১১হাতে আটক

কালের সমাজ নারায়ণগঞ্জ প্রতিনিধি সেপ্টেম্বর ৯, ২০২৫, ১২:১৬ পিএম সোনারগাঁয়ে রাকিব হত্যা মামলার প্রধান আসামি সুটার মাসুদ র‍্যাব-১১হাতে আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে  জুয়া খেলাকে কেন্দ্র করে রাকিব নামের এক যুবকে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি সুটার মাসুদ কে আটক করেছে র‍্যাব-১১।সুটার মাসুদ (২৮) আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়া পাড়া এলাকার‌ মোঃ মোবারক হোসেন এর ছেলে।

রবিবার (৭সেপ্টেম্বর) দুপুরে জামপুর ইউনিয়নের বাংলার তাজমহল  পিরামিড এলাকা থেকে তাকে আটক করা হয়।

গনমাধ্যম সূত্রে জানা যায়,২৭ জুলাই ২০২৪ জুয়া খেলাকে কেন্দ্র করে উপজেলার জামপুর ইউনিয়নের নোয়াইদ্দা বাবুবাজার এলাকায় কাপড় ব্যবসায়ী মোঃ রাকিব (২৫) কে প্রকাশ্যে গুলি করে।যার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত রাকিব আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়া পাড়া এলাকার তাঁরা মিয়ার ছেলে।

র‍্যাব-১১ জানান,সুটার বাবু সোনারগাঁ ও আড়াইহাজার এলাকায় বিভিন্ন সময় প্রকাশ্যে অস্ত্রের শোডাউনের মাধ্যমে এলাকায় আতঙ্ক ছড়িয়ে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, জমি দখল সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। এছাড়াও মাসুদ বাহিনী সোনারগাঁ ও আড়াইহাজারে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।

তারই ধারাবাহিকতায়, রবিবার (৭সেপ্টেম্বর) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব এলাকায় অভিযান চালিয়ে সুটার মাসুদ কে একটি  বিদেশী পিস্তল , একটি ম্যাগজিন এবং ৬ রাউন্ড গুলি ও ২ বোতল হুইস্কি,৫৮ পিছ ইয়াবাসহ আটক করে।

র‍্যাব আরো জানান যে,সুটার মাসুদের নামে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ১টি হত্যা মামলা,৩টি হত্যার চেষ্টা,১টি নাসকতা,১টি ডাকাতি,১টি মাদক সহ মোট ৭টি মামলা রয়েছে। এছাড়াও একই গ্ৰুপের আরেক শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজ কে সিলেট জেলার গোয়াইনঘাট থেকে আটক করা হয়েছে।

গ্ৰেফতার কৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্ৰহনের নিমিত্তে প্রক্রিয়াদিন আছে।

 

কালের সমাজ/ সাএ

 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!