শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও পুঁজিবাজার। বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই ছুটি চলবে শনিবার (৪ অক্টোবর) পর্যন্ত।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। এরপর ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি। আর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়ায় টানা চার দিন দেশের আর্থিক খাতের সব কার্যক্রম বন্ধ থাকবে।
এসময় ব্যাংক ও পুঁজিবাজার উভয়ই বন্ধ থাকবে। তবে ছুটি শেষে আগামী রোববার (৫ অক্টোবর) থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) জানিয়েছে, ওইদিন সকাল ১০টা থেকে যথারীতি পুঁজিবাজারে লেনদেন শুরু হবে। একইসঙ্গে অন্য দিনের মতোই ব্যাংকগুলোও নিয়মিত কার্যক্রমে ফিরবে।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :