ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ১৬, ২০২৫, ০৮:৩৬ পিএম কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু

কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত মেধাতালিকায় ৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকে। এই আবেদন করা যাবে আগামীকাল ১৭ এপ্রিল পর্যন্ত। প্রতি আবেদন বাবদ ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।

ফলাফল ও পুনঃনিরীক্ষণের আবেদন করতে শিক্ষার্থীদের কৃষি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট https://acas.edu.bd এ গিয়ে ‘সাইন ইন’ পৃষ্ঠায় নিজের পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ড্যাশবোর্ডে গিয়ে ‘ফলাফল’ অপশনটি নির্বাচন করলে ফল দেখা যাবে। সেখান থেকেই ‘ফল পুনঃনিরীক্ষণ’ অপশনটি নির্বাচন করে আবেদন সম্পন্ন করা যাবে।

এবারের ভর্তি পরীক্ষায় আবেদন করেন ৯৪ হাজার ২০ জন শিক্ষার্থী। বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৮০ হাজার ৮৯০ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ছিল প্রায় ৮৬ শতাংশ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ ৯টি কেন্দ্র ও ১৩টি উপকেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, কৃ‌ষি গু‌চ্ছে অংশগ্রহণকারী ৯‌টি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১১১৬, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৮০, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২৩, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯ এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০টি।


কালের সমাজ// এ.জে

Side banner
Link copied!