গাজায় অবস্থানরত আরও এক ইসরাইলি জিম্মির দেহাবশেষ ইসরাইলের কাছে ফেরত দিয়েছে হামাস। বুধবার (৫ নভেম্বর) রেডক্রসের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই দেহাবশেষ হস্তান্তর করা হয়।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে হামাস মোট ২২ জন ইসরাইলি জিম্মির লাশ ইসরাইলের হাতে তুলে দিয়েছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী আরও ছয়জনের লাশ ফেরত দেওয়ার কথা রয়েছে, যাদের মধ্যে রয়েছেন একজন থাই ও একজন নেপালি নাগরিক।
গত মাস থেকেই নিহতদের দেহাবশেষ ফেরত দিচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। চুক্তি অনুযায়ী, তারা মোট ২৮ জনের লাশ হস্তান্তরে সম্মত হয়।
অন্যদিকে, ইসরাইলি কর্তৃপক্ষের অভিযোগ— হামাস ইচ্ছাকৃতভাবে লাশ ফেরাতে দেরি করছে। তবে হামাসের দাবি, গাজার বিপুল ধ্বংসস্তূপে চাপা পড়া অনেক লাশ উদ্ধার কঠিন হয়ে পড়েছে।
চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইল ইতোমধ্যে ধাপে ধাপে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। পাশাপাশি সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত এবং গাজায় মানবিক সহায়তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজার বিভিন্ন এলাকায় সময় সময় ইসরাইলি বাহিনীর হামলার ঘটনা ঘটছে, আর উভয় পক্ষই চুক্তি ভঙ্গের জন্য একে অপরকে দায়ী করছে।
কালের সমাজ/ সাএ


আপনার মতামত লিখুন :