২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল আগামী ১৬ নভেম্বর (রোববার) সকাল ১০টায় প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যেক শিক্ষার্থীর আবেদনের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুনর্নিরীক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে ফল দেখতে পারবেন।
এবার খাতা পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী মোট ৪ লাখ ২৮ হাজার খাতা পুনর্নিরীক্ষণের জন্য চ্যালেঞ্জ করেছেন। সর্বাধিক আবেদন পড়েছে ঢাকা বোর্ডে, যেখানে ৬৬ হাজার ১৫০ শিক্ষার্থী ১ লাখ ৩৬ হাজার ৫০৬টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল বোর্ডে, যেখানে ৮ হাজার ১১ জন শিক্ষার্থী ১৭ হাজার ৪৮৯টি খাতা চ্যালেঞ্জ করেছেন।
গতবারের ফলাফলের ভিত্তিতে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন উত্তীর্ণ হয়েছেন, যা ৫৮.৮৩% পাসের হার নির্দেশ করে।
কালের সমাজ/ সাএ


আপনার মতামত লিখুন :