ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

১১ নভেম্বর ঢাকায় ৮ দলের মহাসমাবেশের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | নভেম্বর ৬, ২০২৫, ০৩:৪৮ পিএম ১১ নভেম্বর ঢাকায় ৮ দলের মহাসমাবেশের ঘোষণা

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশসহ পাঁচ দফা দাবিতে আগামী ১১ নভেম্বর রাজধানী ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে আন্দোলনরত আটটি ইসলামি রাজনৈতিক দল।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান শেষে রাজধানীর মৎস্য ভবনের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক স্মারকলিপি গ্রহণের দায়িত্বে থাকলেও আট দল চেয়েছিল সরাসরি প্রধান উপদেষ্টার হাতে স্মারকলিপি দিতে। পরবর্তীতে প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান তাদের কাছ থেকে স্মারকলিপিটি গ্রহণ করেন।

গোলাম পরওয়ার বলেন, শিল্প উপদেষ্টা আলোচনায় দলের দাবিগুলো মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন বলে জানান। তিনি আরও উল্লেখ করেন, “সরকার আমাদের দাবিগুলো দ্রুত বিবেচনায় না নিলে ১১ নভেম্বর ঢাকার মহাসমাবেশে লক্ষ মানুষের ঢল নামবে, এবং রাজধানীর পরিস্থিতি তখন অন্যরকম হবে।”

প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশসহ আট দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

 

কালের সমাজ/ সাএ

Side banner
Link copied!