একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা শরিয়াভিত্তিক পাঁচটি ব্যাংকের শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) জারি করা নোটিশে ডিএসই জানিয়েছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের শেয়ার লেনদেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
লেনদেন স্থগিতের কারণ হিসেবে ডিএসই জানায়, ‘ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ ২০২৫’-এর ধারা ১৫ অনুযায়ী গত ৫ নভেম্বর থেকে ব্যাংকগুলোকে অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়েছে এবং নতুন কাঠামো অনুযায়ী ব্যাংকগুলো পরিচালিত হবে বলে জানিয়েছে ডিএসই।
গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, “এই পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের ইকুইটি এখন শূন্যের নিচে নেমে গেছে। তাই তাদের শেয়ারগুলোর মূল্য শূন্য ধরা হবে এবং কোনো ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নেই।”
কালের সমাজ/ সাএ


আপনার মতামত লিখুন :