ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

গণভোটসহ পাঁচ দফা দাবিতে উত্তাল পল্টন

নিজস্ব প্রতিবেদক | নভেম্বর ৬, ২০২৫, ১২:৪২ পিএম গণভোটসহ পাঁচ দফা দাবিতে উত্তাল পল্টন

নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। ওই দাবিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্টন এলাকা বিক্ষোভমুখর হয়ে ওঠে।

বেলা সাড়ে ১১টার দিকে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন দলগুলোর নেতা-কর্মীরা। এরপর তারা যমুনা ভবনে গিয়ে প্রধান উপদেষ্টার বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

সমাবেশে অংশ নেয় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

এ সময় “গণভোট! গণভোট!” শ্লোগানে মুখরিত হয় পুরো পল্টন এলাকা। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সকাল সাড়ে দশটার দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে মিছিলটি শুরু হয়। এতে ঢাকা দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে যোগ দেন।

দলগুলোর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন,অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ, নির্বাচনে সব দলের সমান সুযোগ নিশ্চিত করা,ধর্মীয় স্বাধীনতা রক্ষা, রাজনৈতিক দলের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।

সমাবেশে অংশ নেওয়া হারিস উদ্দিন নামের এক নেতা বলেন, “জনগণের মতামত ছাড়া রাষ্ট্র পরিচালনা হতে পারে না। আমরা শান্তিপূর্ণভাবে জনগণের রায়ের ভিত্তিতে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে চাই।”

 

এর আগে ফেব্রুয়ারিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ঘোষণা দিয়েছিলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে সরকারকে স্মারকলিপি দেওয়া হবে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, “গণভোটই হবে জাতীয় ঐক্যের ভিত্তি এবং রাজনৈতিক মেরুকরণ কমানোর উপায়।”

 

কালের সমাজ/ সাএ

Side banner
Link copied!