সাতক্ষীরার পাটকেলঘাটা থানার চারাবটতলা এলাকা থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর ৫টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম মোঃ অহিদ মোড়ল (৩৪)। তিনি পাটকেলঘাটা থানার খলিশখালী ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের মো. আব্দুর রশিদ মোড়লের ছেলে এবং পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক ছিলেন।
স্থানীয় বাসিন্দা মাহমুদুল ইসলাম জানান, বুধবার রাতে তিনি মোটরসাইকেল নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। ধারণা করা হচ্ছে, যাত্রীবেশে অজ্ঞাত দুর্বৃত্তরা ভাড়ার নাম করে মোটরসাইকেল নিয়ে যায় এবং রাতেই শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমরা মরদেহ উদ্ধার করেছি। নিহত ব্যক্তি ভাড়ায় মোটরসাইকেল চালক বলে প্রাথমিকভাবে জানা গেছে।”
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
কালের সমাজ/ সাএ


আপনার মতামত লিখুন :