নির্বাচনে কোনো প্রার্থী ৪০ শতাংশের কম ভোট পেলে সেই আসনের ভোট বাতিলের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এ ছাড়া গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলেও সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
তিনি বলেন, নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ করতে নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রস্তাব করা হয়েছে, যা কোনো অসৎ উদ্দেশ্যে নয় বরং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত।
তিনি আরও বলেন, নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই নির্বাচন ব্যবস্থায় সংস্কার প্রস্তাব করা হয়েছে। এটি কোনো অসৎ উদ্দেশ্যে নয় বরং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্যই এই পদক্ষেপ।
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান জানান, সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে বিগত তিন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের বিচারের জন্য একটি বিশেষ কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের ব্যর্থতার কারণ ও সংশ্লিষ্টতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
বদিউল আলম মজুমদার বলেন, আমরা কোনো দলকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষে না। তবে যারা জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে তারা নির্বাচনে অংশ নেবে কি না, ভবিষ্যতে ক্ষমতায় যাবে কি না তা সিদ্ধান্ত নেবে দেশের জনগন ও রাজনৈতিক দল।
কালের সমাজ/এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :