রাজবাড়ী সদর উপজেলা আলীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১১ মার্চ) সন্ধ্যায় আলাদিপুর উচ্চ বিদ্যালয় স্কুল মাঠ প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, যুগ্ম আহ্বায়ক জান্নাতুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিগত ১৭ বছর আমরা এইভাবে খোলা আকাশের নীচে মুক্ত ভাবে ইফতারের আয়োজন করতে পারিনাই, আপনাদের সাথে মিলিত হতে পারি নাই। বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের নানাভাবে বাঁধা দিয়েছে। গত ৫ আগস্ট একটি গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়। বাংলাদেশ দ্বিতীয় বারের মতন স্বাধীন হয়।এরপর থেকেই আমরা আবার আমাদের কার্যক্রম শুরু করতে পেরেছি। কিন্তু আমাদের আন্দোলন সংগ্রাম এখনো শেষ হয়নি। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে।
বক্তারা আরও বলেন, একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়তে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। ৩১ দফা সারা বাংলাদেশ ঘরে ঘরে আমাদের পৌঁছে দিতে হবে।
ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।
 
ইফতার মাহফিলে জেলা স্বেচ্ছাসেবক দল, সদর উপজেলা স্বেচ্ছায় দল, পৌর স্বেচ্ছাসেবক দল, আলীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
কালের সমাজ//এ.জে
 

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :