ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৩, ২০২৫, ১১:২১ এএম সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কাছে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।

রোববার (২৩ মার্চ) সকালে ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা বপুলেশ্বর দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদস্যরা ফিরে গেলেও রাত ৯টা থেকে বন বিভাগ নিজস্ব পাম্প ও পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করে আগুন নিয়ন্ত্রণে আনে। বনরক্ষী ও বন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় শতাধিক স্বেচ্ছাসেবক রাতভর আগুন নেভানোর কাজে অংশ নেন।

রোববার সকাল ৮টায় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে ফিরে এসে আগুনের অবস্থা পর্যবেক্ষণ করছে। বিশেষত, আগুন পুরোপুরি নিভেছে কি না বা পুনরায় জ্বলে ওঠার কোনো ঝুঁকি রয়েছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও করণীয় নির্ধারণে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস। তাদের দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
 

 


কালের সমাজ// এ.জে

Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!