সারাদেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশ্লিষ্ট সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এনআইডি সার্ভারে প্রবেশের জন্য প্রয়োজনীয় ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না পাওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
তিনি জানান, সার্ভারে লগইনের সময় ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর ওটিপির প্রয়োজন হয়, কিন্তু সেটি না আসায় কর্মকর্তারা সিস্টেমে ঢুকতে পারছেন না। ফলে আপাতত অনলাইনভিত্তিক কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে এনআইডি কেন্দ্রে গিয়ে ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্য গ্রহণ কার্যক্রম চালু আছে বলে জানান তিনি। হুমায়ুন কবীর আরও বলেন, এনআইডি সার্ভার বন্ধ হয়নি, বরং যাদের কাছ থেকে ওটিপি সার্ভিস নেওয়া হয়েছে তাদের সিস্টেমেই ত্রুটি দেখা দিয়েছে। বিষয়টি সমাধানে কাজ চলছে, দ্রুত সমস্যার সমাধান হলে সব কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কালের সমাজ//এ.স//এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :