রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কোনো খাতে দুর্নীতি হয়নি। যদি পূর্বের দুর্নীতি নিয়ে কারও কাছে কোনো গ্রহণযোগ্য তথ্য থাকে তবে মন্ত্রণালয়ে জানালে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে গাজীপুরের শিববাড়িতে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) এসি বাস সার্ভিস উদ্বোধন করতে গিয়ে দুর্নীতির বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। মুহাম্মদ ফাওজুল কবির একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফাওজুল কবির বলেন, বিগত বছরে শুধু বিআরটি প্রকল্পই নয় দেশের সব প্রকল্পেই দুর্নীতি হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কেউ কোন দুর্নীতি করতে পারিনি।
তার মতে, বিআরটি প্রকল্পে চার হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। কিন্তু এটার কোনো সুবিধা পাচ্ছিল না জনগণ।
উপদেষ্টা জানান, আগামী জুনের মধ্যে এই এই প্রকল্পটি পুরোপুরিভাবে সম্পন্ন হবে। এখন আপাতত ছোট বাহন চলবে। পাশাপাশি বিআরটিসি বাস চলতে পারবে।
এসব প্রকল্প বাস্তবায়ন করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। আমাদের উন্নয়নের যেই লক্ষ্য, সে অনুযায়ী এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।
কালের সমাজ/আ.য
 

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :