ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

ঘন কুয়াশায় পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা

কালের সমাজ ডেস্ক | জানুয়ারি ২৮, ২০২৫, ১২:০৯ পিএম ঘন কুয়াশায় পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়। কুয়াশার কারণে নিম্ন আয়ের মানুষগুলো সময়ে কাজে যেতে না পারায় বেড়েছে আর্থিক দুর্ভোগ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।


এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশ ছিল। সোমবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।


ঘন কুয়াশার কারনে শহর ও গ্রামীণ সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। ঝিরিঝিরি হিমশীতল বাতাসে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি করেছে এ জনপদের মানুষদের। বিপাকে স্বল্প ও নিম্নআয়ের মানুষগুলো।


প্রয়োজনে জীবিকার তাগিদে কাজে বের হতে দেখা গেছে ভ্যানচালক, পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর থেকে নিম্নআয়ের মানুষদের। জলবায়ুর পরিবর্তনের কারণে তাপমাত্রা উঠানামা করায় পাল্লা দিয়ে বেড়েছে জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ অন্যান্য শীতজনিত রোগব্যাধি। প্রতিদিন জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভিড় জমাচ্ছেন রোগীরা। এসব রোগীদের মধ্যে বেশিরভাগই শিশু ও বৃদ্ধ।


তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় কালের সমাজকে বলেন , উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় ঠান্ডা অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশ ছিল।


কালের সমাজ//এ.স//র.ন

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!