ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

শিশু বলাৎকারের দায়ে যুবকের যাবজ্জীবন

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ১০:৫৯ এএম শিশু বলাৎকারের দায়ে যুবকের যাবজ্জীবন

পার্বত্য জেলার বান্দরবানের শিশু বলাৎকারের দায়ে মো. ওসমান নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের দণ্ড দেওয়া হয়েছে।

 

গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং শিশু আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মো. ওসমান চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরফভাটা ৮ নম্বর ওয়ার্ড হাজী পাড়া এলাকার বাসিন্দা।

 

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৯ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই শিশু বান্দরবান রাজার মাঠ থেকে স্টেডিয়াম এলাকার বাসায় যেতে রিকশায় উঠে। রিকশাটি ফায়ারসার্ভিস এলাকায় পৌছালে চালক ওসমান শিশুটিকে নাস্তা খাওয়ানোর গিরিছায়া গার্ডেন রিসোর্টের ভেতরে নিয়ে গিয়ে জোরপূর্বক বলাৎকার করে। শিশুটির কান্না শুনে পাশের দোকানদার এলে ওসমান পালিয়ে যায়। পরে শিশুটির পরিবার মামলা করলে ওসমানকে গ্রেপ্তার করে পুলিশ।

 

আদালতের স্বাক্ষ্য-প্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় এই রায় প্রদান করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ইসমাইল বলেন, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আজ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে কারাগারে পাঠিয়েছেন।

 

কালের সমাজ/ সাএ

 

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!