ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

রূপগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

কালের সমাজ | এন বি আকাশ, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি মার্চ ৬, ২০২৫, ১২:১০ পিএম রূপগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার রূপগঞ্জের গাউছিয়া নুর ম্যানশন মার্কেটের ওয়ার্কসপ পট্টি অংশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


গতকাল রাত পৌনে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল এলাকার ওই মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে টিন,হার্ডওয়্যার,গাড়ির মেশিনারিজ, ফার্নিচার দোকানসহ বিভিন্ন দোকানপাট ছিল। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় পাহারাদারগণ জানান, রাত পৌনে ৩টার দিকে নুর ম্যানশন মার্কেটের  ওয়ার্কসপ পট্টি অংশে ওয়েস্টিজের একটি দোকানে আগুন দেখতে পান তারা।


এতে প্রায় ১৬টি দোকান বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে অন্তত ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা ব্যবসায়ীদের।


পরে আগুনের লেলিহান শিখা পুরো ওয়ার্কসপ পট্টি ও  ফার্নিচার মার্কেটের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে মার্কেটের সামনের দিকের কিছু দোকানের মালামাল বের করতে পারলেও ভিতরে থাকা সব দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।


এতে অন্তত ৫কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ,, কাঞ্চন, আড়াইহাজার,থেকে ফায়ার সার্ভিসের ২ ইউনিট প্রায় সোয়া একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।


কালের সমাজ////র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর