ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

১৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট দুই নারী আসামিকে গ্রেফতার

ফেনী জেলা প্রতিনিধি মার্চ ৯, ২০২৫, ১০:০১ এএম ১৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট দুই নারী আসামিকে গ্রেফতার

শনিবার (০৮মার্চ) ফেনী সদর মডেল থানাধীন ফাজিলপুর নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখি লেনে পাকা রাস্তার উপর ফেনী জেলার ডিবি পুলিশের একটি বিশেষ  দল কক্সবাজার- ফেনী গামী একটি বাসে অভিযান করে ১৪০০ পিচ ইয়াবা সহ ২ নারী আসামি দের গ্রেফতার করেছে।

চলমান অভিযানে ফেনী জেলার পুলিশ সুপার, জনাব হাবিবুর রহমান মহোদয়ের সার্বক্ষণিক নির্দেশনায়; অতিঃ পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস ), জনাব নোবেল চাকমা মহোদয়ের সার্বিক তত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)- র অফিসার ইনচার্জ, জনাব মর্ম সিংহ ত্রিপুরা এর প্রত্যক্ষ তদারকীতে  ফেনী জেলার গোয়েন্দা শাখা (ডিবি) এর  এসআই (নিঃ)/ শাহাব উদ্দিন, এসআই (নিঃ) মোঃ নুর সোলেমান , এসআই (নিঃ)/মোহাম্মদ সাঈদ নুর, কং/ জাহাঙ্গীর আলম, কং/ মোঃ মোশারফ হোসেন, নারী কং/ শারমিন আক্তার গন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ০৮/০৩/২০২৫ খ্রিঃ ০৪.০৫ ঘটিকার সময় ফেনী সদর মডেল থানাধীন ফাজিলপুর নামক স্থানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখি লেনে পাকা রাস্তার উপর চট্টগ্রাম হতে ঢাকা গামী শ্যামলী পরিবহন নামীয় বাসটিকে সংকেত দিয়ে থামায়। উক্ত বাসের দুইজন মহিলা যাত্রী ১। হামিদা বেগম (২৬) , পিতা-মৃত নুর মোহাম্মদ, সাং-কলাতলী (চন্দ্রীমা মাঠ), ১২নং ওয়ার্ড, থানা-সদর, জেলা-কক্সবাজার, ২। হাজেরা বেগম (৫২),  স্বামী- করিম উল্যাহ, সাং-কলাতলী (চন্দ্রীমা মাঠ), ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-সদর, জেলা-কক্সবাজার দেরকে আটক করে মহিলা পুলিশ দ্বারা পুঙ্খানুপুঙ্খ ভাবে নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করেন ও তল্লাশী করেন। তল্লাশীর একপর্যায়ে উপস্থিত  সাক্ষীগনের সম্মুখে আটককৃতদের নিকট হতে ৭০০ পিচ করে মোট ১৪০০ (এক হাজার চারশত) পিস কথিত মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। উক্ত মাদকের  অবৈধ বাজার মূল্য আনুমানিক  (১৪০০x৩০০)=৪,২০,০০০ (চার লক্ষ বিশ হাজার) টাকা । 

ডিবি পুলিশ আলামত জব্দ করে আসামীদেরকে হেফাজতে নেন। আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, উদ্ধারকৃত অবৈধ নেশাজাতীয় কথিত ইয়াবা ট্যাবলেট কক্সবাজার হতে কম দামে ক্রয় করে ফেনী এবং ঢাকায় সরবরাহ করার জন্য বহন করে নিয়ে যাচ্ছিল।


কালের সমাজ//এ.জে

Side banner
Link copied!