সোনারগাঁ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ তিথী এবং উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আব্দুল মতিন এর সঞ্চালনায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদানন্দ রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডা, দিগন্ত, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডা,আয়েশা আক্তার শেখ, এ সময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ তিথী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদানন্দ রায়,ডা, আয়েশা আক্তার শেখ, সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলোর স্টাফ রিপোর্টার সামির সরকার সবুজসহ
প্রমুখ। এ সময় সভায় জানানো হয় আগামী ১৫ মার্চ উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ওই দিন উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৬৪ কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১টি স্থায়ী কেন্দ্রে দিনব্যাপী এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
এ সময় প্রতিটি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল কালারের ভিটামিন এ ক্যাপসুল, আর ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল কালারের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলায় ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৫০০ শত জন শিশু রয়েছে এবং ১২-৫৯ মাস বয়সী ৬০ হাজার এর ও বেশি শিশু রয়েছে। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, তিথী বলেন একটি শিশু ও যাতে ওইদিন টিকা খাওয়া থেকে বঞ্চিত না হয় সে জন্য সবাই কে সতর্ক থাকার আহবান জানান এবং বিষয়টি বিভিন্ন মাধ্যমে প্রচারের অনুরোধ জানানো হয়, সে সাথে উপজেলার সবচেয়ে ব্যস্ততম এলাকা মোগরাপাড়া চৌরাস্তায় এবারেই প্রথম ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান, আসন্ন ঈদ উপলক্ষে মার্কেটে আসা শিশুদেরকে ও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার জন্য এ উদ্যোগ নেন তিনি।
কালের সমাজ//এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :