জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখতে অবস্থান কর্মসূচি পালন করেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও অবস্থান কর্মসুচী পালন করা হয়। এ সময় এনআইডিসহ সব ধরনের সেবা বন্ধ রাখ হয়।
এসময় বক্তারা বলেন, ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহব্বায়নে আমরা এই অবস্থান কর্মসূচী ও মানববন্ধন করেছি। ভোটারের সব ব্যক্তিগত তথ্যের হেফাজতকারী নির্বাচন কমিশন। আমাদের দাবি এনআইডি নির্বাচন কমিশনেই থাকবে।
কালের সমাজ//এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :