গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় ভিটামিন `এ` প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টিসেবার বাস্তবায়নে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
আগামী ১৫ মার্চ শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার ৪০৯ টি কেন্দ্রে, ৮১৮ জন স্বেচ্ছাসেবী মোট ৪১৬৩৪ জন শিশুকে ভিটামিন `এ` প্লাস খাওয়ানো হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ভীষ্মদেব মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার পংকজ হালদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম. এ নাইম, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ছিরু মিয়া, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমেদ কবির, হাসপাতাল মসজিদের ইমাম মো. মনির হোসেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দীপ সাহা।
কালের সমাজ// এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :