ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপে বগুড়া জেলা দলের শুভ সূচনা

মাহমুনা আক্তার,জেলা প্রতিনিধি বগুড়া মার্চ ১৬, ২০২৫, ০৭:৩৯ পিএম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপে বগুড়া জেলা দলের শুভ সূচনা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপে শুভ সূচনা করেছে বগুড়া জেলা ক্রিকেট দল। 

রোববার (১৬ মার্চ ) প্রথম ম্যাচে বগুড়া জেলা দল সুনামগঞ্জ জেলা দলকে ৫ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। মাদারিপুর আসমত আলী ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সুনামগঞ্জ জেলা দল ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বগুড়ার বোলাররা শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে। ৪৭ দশমিক ৪ ওভারে ১৪৯ রানেই গু  টিয়ে যায় সুনামগঞ্জ। দলের পক্ষে মাসুম আহমেদ সর্বোচ্চ ৪৬ রানে অপরাজিত ছিলেন। বগুড়ার মারুফ ৩টি, মিথুন ২টি, রাজা ১টি উইকেট শিকার করেন। জবাবে ইমরানের আগ্রাসী ব্যাটিংয়ে ২৩ ওবার ১ বলে ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বগুড়া। ইমরান মাত্র ৪৬ বলে ১১টি চার ও ২টি বিশাল ছক্কায় করেন ৭৭ রান। 

এছাড়া রিফাত ২৭ এবং জুবেরি ১৬ রান করেন। সুনামগঞ্জের সাদ্দাম হোসেন ৩টি উইকেট লাভ করেন। বগুড়া জেলা দলের ইমরান প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ১৮ মার্চ দ্বিতীয় ম্যাচ চুয়াডাঙ্গা জেলা দলের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচে ২১ মার্চ বগুড়ার প্রতিপক্ষ বাগেরহাট জেলা।


কালের সমাজ// এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!