ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

সোনারগাঁও পৌরসভায় ডাকাতি টাকা স্বর্ণালঙ্কার লুট, মারাত্মক আহত ২

কালের সমাজ ডেস্ক | মার্চ ১৭, ২০২৫, ০৬:৫৯ পিএম সোনারগাঁও পৌরসভায় ডাকাতি টাকা স্বর্ণালঙ্কার লুট, মারাত্মক আহত ২

সোনারগাঁও পৌরসভার নোয়াইল এলাকায় মামুন মিয়ার বাড়িতে রবিবার গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের হামলায় ব্যবসায়ীসহ তার বউসহ মারাত্মক ৩ জন আহত হয়েছে।

জানা গেছে, উপজেলার সোনারগাঁও পৌরসভার ৫ নং ওয়ার্ডের নোয়াইল গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মামুন মিয়ার বাড়িতে গতকাল রবিবার  রাত ২ টার সময় ১০-১২ জনের একটি মুখোষধারী ডাকাত দল, দেশীয় অস্ত্র নিয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে গৃহকর্তা মো. ব্যবসায়ী মামুন মিয়াকে দেশীয় রামডা এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে হাত পা বেধে একটি কক্ষের মধ্যে আটকে রাখে। তার পর তার স্ত্রী মনি আক্তারকে 

রামডা দিয়ে এলোপাতাড়ি  আঘাত করলে  মামুন এর স্ত্রীর ডান হাত ও কপাল মারাত্মক জখম হয় যায়। এর পর তারা ঘরের আলমারি এবং মালামাল তছ নছ করে দোকান থেকে নিয়ে আসা নগদ ২২ হাজার টাকা, ৪-৫ ভরি স্বর্ন ও দামী ৩ টা  ফোনসহ মোট ৫ টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

এসময় ওই বাড়িতে বেড়াতে আসা মামুনের  ভাগনির কানে ও গলায় থাকা স্বর্ণের চেন ও কানের দুল ও তার স্ত্রী মনি আক্তারকে  মারধর করে এবং ডাকাত দলেরা যা সামনে পায় তাই নিয়ে যায়। ডাকাতির খবর ছড়িয়ে পরলে গ্রামবাসী ছুটে আসলে ডাকাতরা তাদের সামনে দিয়ে অস্ত্র উচিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী মামুন বলেন কিছু বোঝার আগেই আমার স্ত্রী মনি আক্তারকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক  জখম করে আমাদের ২ টা রোম রক্তে বন্যা বয়ে যায় এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করবো বলে তিনি জানান। 


কালের সমাজ// এ.জে

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!