নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের আয়োজনে সোমবার (১৭ মার্চ) বিকেলে সোনারগাঁও উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়াম রুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সোনারগাঁও সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শাহজালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী পরিচালক, ইসলামিক এডুকেশন সোসাইটি, প্রিন্সিপাল ডক্টর মোঃ ইকবাল হোসেন ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান, সহ সেক্রেটারি মোঃ আবু সাইদ মুন্না, কর্ম পরিষদ সদস্য মোঃ আশরাফুল ইসলাম, দেওয়ান মোঃ খোরশেদ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা ইত্তর এর আমির মোঃ ইসহাক মিয়া, সোনারগাঁও উপজেলার দক্ষিণের আমির মাহবুবুর রহমান, দেশ টিভির সিনিয়র সাব এডিটর মোঃ রুহুল আমীন সহ সোনারগাঁওয়ের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইফতার মাহফিল আয়োজনের মাধ্যমে সোনারগাঁওয়ের সকল সাংবাদিকদের একসাথে করতে পেরে আমি আনন্দিত। তিনি বলেন, সঠিক সংবাদ প্রকাশ করায় যেসকল সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও রাজনৈতিক মামলা হয়েছে এমন সাংবাদিকদের মামলার দায়িত্বভার বাংলাদেশ জামায়াতে ইসলাম গ্রহণ করল। ইফতার মাহফিলে সাংবাদিকরা তাদের ব্যাক্তিগত মতামত প্রকাশ করেন এবং প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেন ভূইয়ার লেখা ৩টি ইসলামিক ও তাফহীমুল কুরআন সকল সাংবাদিকের মাঝে বিতরণ করেন। অনুষ্ঠান শেষে সবাইকে পবিত্র ইদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে দেশের সকল নির্যাতিত নিপিড়ীত মানুষের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
কালের সমাজ// এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :