ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ডিমলায় পাটচাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত

মহিনুল ইসলাম সুজন,ডিমলা,নীলফামারী মার্চ ১৯, ২০২৫, ০৫:৫৬ পিএম ডিমলায় পাটচাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত

সোনালী আঁশে সোনার দেশ,পরিবেশ বান্ধব বাংলাদেশ এই প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৯ মার্চ)সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে উক্ত সম্প্রসারণ(১ম সংশোধিত) প্রকল্প পাট অধিদপ্তর,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে ৭৫ জন পাটচাষিদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী,পাটচাষি সমিতির সভাপতি উৎপল কান্তি।

নীলফামারী পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈবুর রহমানের সভাপতিত্বে ও ডিমলা উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা দরিবুল্লাহ সরকারের সঞ্চালনায় এ সময় প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপপরিচালক ড. এস.এম আবু বক্কর সাইফুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না,অতিরিক্ত কৃষি কর্মকর্তা শামিমা ইয়াছমিন।প্রশিক্ষণে ভার্চুয়ালি বক্তব্য দেন,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব(বাজেট) জাহাঙ্গীর আলম।

 


কালের সমাজ// এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর