ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

গাজায় হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল

কুবি প্রতিনিধি মার্চ ১৯, ২০২৫, ০৭:৫৯ পিএম গাজায় হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল

ইসরাইল কর্তৃক গাজায় হামলা ও নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিপ্লবী ঐক্যজোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

এসময় বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তাইন’, ‘ইসরাইল ইজ দ্যা জেনোসাইড’, ‘লং লিভ ফিলিস্তাইন’, ‘অকুপেশন ইজ এ ক্রাইম’সহ বিভিন্ন স্লোগানে ইসরাইলের বর্বর হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

হামলার প্রতিবাদ জানিয়ে ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবির রায়হান বলেন, ‍‍`মানবতার সর্বোচ্চ অবমাননা করে তারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে। নিষ্পাপ শিশুদের জীবন শুরুর আগেই তাদের হত্যা করা হচ্ছে। আজ যদি আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ না হই, তবে কাল তারা সারা বিশ্বের মুসলিমদের নিশ্চিহ্ন করে দেবে। ইহুদিরা, খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। সংগ্রামী মুসলিম ভাইয়েরা, এক হন এবং প্রতিবাদ জানান।‍‍`

পরিসংখ্যান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী আজহার উদ্দীন বলেন, ‍‍`যখন আমরা বিশ্বের অন্যান্য মুসলমানদের সঙ্গে শান্তিপূর্ণভাবে রোজা পালন করছি, তখন আমাদের ফিলিস্তিনি ভাইদের ওপর বোমা বর্ষণ করা হচ্ছে, তাদের ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমরা এতো বিশাল জনসংখ্যা মুসলিমদের মধ্যে গুটি কয়েক মুসলমান এই প্রতিবাদ করছি। অন্যদিকে আমাদের প্রতিবেশী মুসলিমদের রক্তদিয়ে হলি খেলা হচ্ছে।‍‍`

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরাইল। কিন্তু ১৯ মার্চ সেই চুক্তি ভেঙে গাজার ঘুমন্ত মানুষের ওপর নির্বিচারে হামলা চালায় তারা। এই হামলায় অন্তত ৪০৪ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন।


কালের সমাজ// এ.জে
 

Side banner
Link copied!