ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

ব্রুনাই দারুস সালামের হাইকমিশনারের সাথে ইবি ভিসির সাক্ষাৎ

কালের সমাজ ডেস্ক | মার্চ ২০, ২০২৫, ০৭:২৪ পিএম ব্রুনাই দারুস সালামের হাইকমিশনারের সাথে ইবি ভিসির সাক্ষাৎ

ব্রুনাই দারুস সালামের হাইকমিশনার হারিছ বিন উছমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিকভাবে একাডেমিক কোলাবরেশনের অংশ হিসেবে একাডেমিক, সাংস্কৃতিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে এই সাক্ষাৎ হয়। 

বুধবার (২০ মার্চ) বিকালে ভারপ্রাপ্ত পরিচালক মোঃ সাহেদ হাসান কর্তৃক পরিচালিত তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে এ তথ্য জানানো হয়। ঢাকাস্থ ব্রুনাই দারুস সালাম হাইকমিশনে উভয়ের মধ্যে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাৎকার সময়ে ইবি উপাচার্যের সাথে হাইকমিশনার হাজি হারিছ বিন উছমানের ইসলামী বিশ্ববিদ্যালয়ে একাডেমিক, সাংস্কৃতিক ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর এবং হাইকমিশনার হাজি হারিছ বিন উছমানের হাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রকাশনার ত্রৈমাসিক বার্তা ও ডায়েরী তুলে দেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।


কালের সমাজ// এ.জে

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!