ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
মুকসুদপুরে

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে  উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা

কালের সমাজ ডেস্ক | মার্চ ২৪, ২০২৫, ০৫:০৬ পিএম অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে   উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা

গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।

উপজেলার মহারাজপুর ইউনিয়নের উত্তর নারায়ণপুর আশ্রয়ণ প্রকল্পের ৪৫ নং ঘরের মালিক, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মিজানুর রহমানের স্ত্রী চায়না বেগমের হাতে, দুই বান্ডিল ঢেউটিন এবং ১০ কেজি ভিজিএফ চাল অনুদান তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে, উত্তর নারায়ণপুর আশ্রয়ণ প্রকল্পের মিজানুর রহমানের ঘরে, অজ্ঞাত কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বসত ঘরটি পুড়ে পরিবারটির প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়।


কালের সমাজ//এ.জে

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!