বাংলাদেশিদের স্বাধীনতা আকাঙ্খা মুছে ফেলার চেষ্টায়, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) স্বাধীনতা আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য অপারেশন সার্চলাইট নামে একটি সামরিক অভিযানের মাধ্যমে দেশের প্রধান শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বাঙালিদের ওপর গণহত্যা চালায়।
মঙ্গলবার (২৫ মার্চ) মুকসুদপুর উপজেলা পরিষদ হলরুম (বিজয় সভাকক্ষে) ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫ উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মোশাররফ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীরমুক্তি যোদ্ধা ফায়েকুজ্জামান, সাংবাদিক দৈনিক কালের সমাজ প্রতিনিধি আব্দুল কাইয়ূম শরীফ, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ইউসুফ উন- নূর সিরু মিয়া , উপজেলা শিক্ষা অফিসার শাহাদাৎ হোসেন, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিএইচও ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ , আলোচনা সভায় বক্তারা ২৫ মার্চ গণহত্যার উপরে বিভিন্ন তথ্য বহুল বক্তব্য তুলে ধরেন।
কালের সমাজ//এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :