মাদারীপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে নারীসহ ১৫ আহত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে জেলার রাজৈর উপজেলার কালিবাড়ি বৌলগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজৈর উপজেলার কালবাড়ি নামক স্থানে ঢাকা- বরিশাল মহাসড়কে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরিত থেকে আসা মেঘনা পরিবহনের অপর যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চেয়ারম্যান পরিবহনের বাসটি উল্টে খাদে পড়ে যায়। এ ঘটনায় উভয় গাড়ির নারীসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরগুনার বেতাগি উপজেলার বিবিচিনি গ্রামের সুলতান মৃধার ছেলে হাফিজুলকে (৩০) ঢাকার পঙ্গু হাসপাতাল ও একই উপজেলার আসাদের স্ত্রী শারমিনকে (২৬) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতা প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়া বেতাগি উপজেলার মহর আলী খলিফার ছেলে মোতালেবকে (৫০) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।
এছাড়া আহত হয়েছেন, বরগুনার বেতাগি উপজেলার আসাদের মেয়ে পপি, একই উপজেলার চাদখালী গ্রামের মিরাজ হাওলাদারের স্ত্রী কুলসুম, মাদারীপুরের রাজৈর উপজেলার আব্দুল গোফুরের ছেলে সোহেল, একই উপজেলার শাখারপাড় গ্রামের মনির মোল্লার ছেলে রাব্বি মোল্লা। তাদেরকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট মো. ফরহাদ হোসেন বলেন, মেঘনা পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের দুটি বাস মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন আহত হয়েছে। সড়কে যান চলাচল এখন স্বাভাবিক আছে।
কালের সমাজ//এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :