গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিজ ও রাসায়নিক সার বিতরণ উদ্ভোদন।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) সকলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন ২০২৪-২৫ খরিফ -১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আয়োতায় আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্ভোদন করা হয়।
উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মুনমুন সাহা, কৃষি সম্প্রসারণ অফিসার আয়শা সিদ্দিকা, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস প্রমুখ।
এসময় ৩২০ জন কৃষকের মাঝে প্রত্যেককে দশ কেজি ডিএপি, দশ কেজি এমপিও সার ও পাঁচ কেজি আউশ ধানের বীজ প্রদান করা হয়।
কালের সমাজ// এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :