মোংলায় সুন্দরবন ইউনিয়নে বিএনপির সভাপতি জিয়ার শেখ’র বিরুদ্ধে বিক্ষোভ এবং মানববন্ধন করেছে এলাকার বিএনপি কর্মী সমর্থক নারী-পুরুষ ও শিশুরা। তার অত্যাচার-নির্যাতন, ঘের দখল লুটপাট, মারধর ও সন্ত্রাসী কর্মকন্ডে অতিষ্ট হয়ে ২৭ মার্চ দুপুরে বুরবুড়িয়া স্কুলের সামনে রাস্তায় নেমে এ কর্মসুচি পালন করে তারা।
স্থানীয় ভুক্তভোগীরা জানায়, এক সময়ে আওয়ামীলীগ করতো জিয়ার শেখ। কিন্ত গত ৫ আগষ্টের পর নব্য বিএনপি সেজে কৌশলে সুন্দরবন ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নির্বাচিত হয়। তার পর থেকে এলাকার নিরিহ মানুষের উপর জুলুম-অত্যাচার নির্যাতন, ঘের দখল, ঘেরের মাছ লুট, গরিবের সরকারী খাদ্য সহায়তা অত্মসাত, মুক্তি যোদ্ধার ঘরে আগুন দেয়া সহ এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে জিয়ার শেখ। জিয়ার শেখ সুন্দরবন ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বাশতলা গ্রামের আব্দুল্লহ শেখ’র ছেলে।
এর মধ্যে এক অসহায় নারীর জোর পুর্বক ঘের দখল ও বৃদ্ধ নারী-পুরুষ সহ ৫ জনকে মারধরের অভিযোগে গত ২৪ মার্চ মোংলা থানায় মামলা দায়ের হয়। তার বিরুদ্ধে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দদের কাছে অভিযোগ দিয়ে প্রতিকার না পেয়ে এতে সাধারন মানুষের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। তাই বিএনপি দল থেকে বহিস্কার, এবং দ্রুত গ্রেফতার ও তার অপরাধ মুলক কর্মকান্ডের সুষ্ঠ বিচারের দাবীতে বিক্ষোভ ও মানব বন্ধন পালন করে স্থানীয় বিএনপি কর্মী-সমর্থকরা। এসময় ভুক্তভোগী অনেকেই তার হাতে অত্যাচার আর নির্যাতনের অভিযোগ তুলে ধরেন।
কালের সমাজ//এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :