সহকারী শিক্ষকদের পদায়নে ঘুষ লেনদেন ও বিভিন্ন অনিয়মের অভিযোগে মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে অভিযুক্ত জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুর রহমান দুদক কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে শহরের শকুনি লেকপাড়ে সরকারি সম্মিলিত অফিস ভবনে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদক মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান।
দুদক জানায়, সম্প্রতি মাদারীপুর জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ সম্পন্ন হয়। পরে তাদের বিভিন্ন বিদ্যালয়ে পদায়নের সময় ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুর রহমানের বিরুদ্ধে। এছাড়া ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য নির্মিত উপানুষ্ঠানিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন এবং শিক্ষা সামগ্রী ক্রয়ের অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এই অভিযোগের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয় থেকে নির্দেশনার পর ৭ সদস্যের একটি তদন্ত দল জেলা শিক্ষা অফিসে অভিযান চালায় এবং বিভিন্ন নথিপত্র যাচাই করে।
তদন্ত চলাকালে কর্মকর্তারা অভিযোগ বিষয়ে প্রশ্ন করলে মনজুর রহমান ক্ষিপ্ত হয়ে পড়েন এবং দুদক টিমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। পরে পরিস্থিতি শান্ত করে তদন্ত কার্যক্রম শেষ করে সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করে দলটি।
দুদক কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, “অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। তদন্ত শেষে রিপোর্ট প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
কালের সমাজ// এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :