নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের পাঁচাইখা গ্রামে মৎস্য চাষী শাহজালাল মিয়ার পুকুরে বিষ ঢেলে মাছ নিধন, হ্যাচারী ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গত ৭ এপ্রিল রাতে পূর্ব শত্রুতার কারণে প্রতিপক্ষের সন্ত্রাসীরা এই ন্যক্কারজনক ঘটনা ঘটায়।
শাহজালাল মিয়া দাবি করেন, এই ঘটনায় তার পুকুরে প্রায় ১০ লাখ টাকার মাছ ও অন্যান্য সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পুকুরে রুই, কাতলা, তেলাপিয়া, চাইনিজ পুঁটি এবং বিভিন্ন ধরনের মাছের রেনু ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪-১৫ বছর ধরে শাহজালাল মিয়া তার পুকুরে মাছ চাষ করে আসছিলেন, তবে কিছু বছর ধরে পুকুরের জমি নিয়ে মোকলেছুর রহমানের সাথে তার বিরোধ চলছিল। এরই জের ধরে দুর্বৃত্তরা শাহজালাল মিয়ার পুকুরে বিষ ঢেলে দিয়ে হ্যাচারী ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এ ঘটনায় প্রতিবেশী রমজান হোসেন এবং জুয়েল মিয়া দুর্বৃত্তদের চিনে ফেলে এবং তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। ফলে মোকলেছুর রহমান ও তার সহযোগিরা পালিয়ে যায়।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, "শাহজালাল মিয়া লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনায় স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
কালের সমাজ// এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :