গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বাংলাদেশ স্কাউটস মুকসুদপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনটি উদযাপনে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আছমা খানম, সাধারণ সম্পাদক মোঃ লুলু হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ নুর ইসলাম বাকী, সহকারী কমিশনার আব্দুল কাইয়ুম শরীফ, মোঃ মিজানুর রহমান, জোনাকী আক্তার, স্কাউটস ইউনিট লিডার মোঃ শওকত আলী মিয়া, স্কাউটস লিডার মশিউর রহমান এবং কাব লিডার হায়দার হোসেন।
বক্তারা বলেন, স্কাউটিং শুধু একটি আন্দোলন নয়, এটি একজন শিক্ষার্থীকে দেশপ্রেম, নেতৃত্ব ও মানবিক গুণাবলিতে গড়ে তোলে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুদক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট সদস্য, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দিবসটি উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
কালের সমাজ// এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :